পলাতক শিল্পপতি বিজয় মালিয়া ব্রিটেনের আদালতে আর্জি জানিয়েছেন, দয়া করে আমাকে ভারতে পাঠাবেন না। সেখানে জেলে আলো-হাওয়া ঢোকে না। ভারতের জেলে থাকতে হলে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ব। বাইরে একথা বললেও গোপনে তিনি নাকি ভারতে ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। ভারতে তাঁর যত সম্পত্তি আছে, সব বেহাত হতে বসেছে। সেজন্য তিনি তড়িঘড়ি দেশে ফিরতে চান।
বিজয় মালিয়াকে বিপদে ফেলেছে নতুন একটি আইন। তার নাম ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার্স ল।তাতে বলা হয়েছে, আর্থিক অপরাধ করে যারা বিদেশে পালিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা মিটিয়ে দেবে সরকার। বিজয় মালিয়ার সম্পত্তি ইতিমধ্যে আটক করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে তা বাজেয়াপ্ত করা হতে পারে। তখন আর তিনি সম্পত্তি ফিরে পাবেন না। তার আগেই তিনি দেশে ফিরতে চান। সেজন্য তিনি গোপনে গোয়েন্দাদের কাছে নানারকম প্রস্তাব পাঠাচ্ছেন।
Be the first to comment