ডিজেলের দামে রেকর্ড গড়ল ভারত

Spread the love

ফের রেকর্ড। না, এশিয়ান গেমসে নয়, ডিজেলের দামে রেকর্ড গড়ল ভারত। মঙ্গলবার আরও একদফা বাড়ল পেট্রলের দামও। এ দিন দিল্লিতে ডিজেলের দাম সবোর্চ্চ বেড়ে হয়েছে ৬৯.৬১ টাকা। পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৮.০৫ টাকা। মঙ্গলবার সকাল ৬টা থেকেই নয়া দাম কার্যকর হয়েছে।

শুধু দিল্লি নয় তেলের দাম বেড়েছে অন্যান্য মেট্রোপলিটন শহরেও। মু্ম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮৫.৪৭ টাকা। কলকাতা ও চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৮০.৯৮ টাকা ও ৮১.০৯ টাকা। অন্যদিকে ডিজেলের দামও বেড়েছে দিল্লি সহ চারটি মেট্রোপলিটন শহরে। মুম্বই, কলকাতা ও চেন্নাইতে দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৭৩.৯০ টাকা, ৭২.৪৬ টাকা এবং ৭৩.৫৪ টাকা।

অল্প সেলস ট্যাক্স ও ভ্যাটের কারণে দেশের মেট্রো শহরগুলির মধ্যে জ্বালানি তেলের দাম সবথেকে কম দিল্লিতে। পেট্রলে দিল্লিতে ভ্যাট দিতে হয় ২৭ শতাংশ। মুম্বইতে এক্ষেত্রে ভ্যাট দিতে হয় সবথেকে বেশি, ৩৯.১২ শতাংশ। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি নিয়মিতভাবে প্রতিদিন দাম পরিবর্তন করে।

প্রসঙ্গত, মে মাসের ২৯ তারিখ পেট্রোলের দাম পৌঁছেছিল সর্বোচ্চ শিখরে। প্রতি লিটারে ৭৮.৪৩ টাকা। প্রতি লিটারে ডিজেলের দামও ওই সময় স্পর্শ করেছিল সর্বোচ্চ শিখর। ৬৯.৩০ টাকা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং টাকার দাম ডলারের তুলনায় রেকর্ড হ্রাস পাওয়াই ভারতে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির অন্যতম বড় কারণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*