৩৬২ কেজি লেবু চুরির অপরাধে গ্রেফতার এক ব্যক্তি

Spread the love

সোমবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির পুলিশ ট্রাফিক আইন ভাঙার জন্য এক ব্যক্তির গাড়ি আটকায়। কিন্তু গাড়ি তল্লাশি করতে গিয়েই চক্ষু চড়কগাছ। গাড়ির ডিকিতে রাখা ছিল চুরি করা ৩৬২ কেজি লেবু।

রিভারসাইড কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়, সোমবার সকালে ‘ওভারস্পিডিংয়ের’ ওভিযোগে ডিওনসিও ফিয়েরোস নামের ৬৯ বছরের ওই বৃদ্ধের গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁর বক্তব্যে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। ফলে গাড়ি তল্লাশি করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত অফিসাররা। কিন্তু তল্লাশির সময় অবাক হয়ে যান তাঁরা।

ওই ব্যক্তির গাড়ির ডিকি থেকে ৩৬২ কেজি লেবু উদ্ধার হয়। অত লেবু কোথা থেকে এল, তার কোনও সদুত্তর দিতে পারেননি কোনও ব্যক্তি। তাই চুরির দায়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ফার্ম থেকে ওই লেবু চুরি করেছিলেন ফিয়েরোস। কারণ বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন ফার্ম থেকে চুরির ঘটনা ঘটছে।

কিন্তু ওই পরিমাণ লেবু ঠিক কোন কাজে ব্যবহার করার জন্য ফিয়েরোস চুরি করেছিলেন সে সম্পর্কে এখনও কোনও উত্তর দেননি তিনি। বেআইনিভাবে লেবু নিয়ে আসায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এই ঘটনা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে বিভিন্ন ধরণের হাস্যকর কমেন্টে। কেউ বলছেন, এ বার থেকে ক্যালিফোর্নিয়ায় নতুন লেবু আইন নিয়ে আসা উচিত। কেউ আবার বলেছেন, ক্যালিফোর্নিয়ার রাজনীতি ওই ব্যক্তির মন তেঁতো করে দিয়েছিল। তাই তিনি লেবু চুরি করেছিলেন।

তবে ফল চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও জানুয়ারি মাসে স্পেনে ৪ হাজার কেজি কমলালেবু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ধরা পড়েছিলেন। জেরায় অবশ্য তিনি বলেছিলেন, রাস্তায় আসার সময় তিনি বিভিন্ন ফার্ম থেকে ওই লেবু নিয়েছিলেন খাওয়ার জন্য। কিন্তু খেয়ে ওঠা সম্ভব হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*