ফের চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ধূপগুড়ির টাংরামারির বাসিন্দা চুমকি বেগম এর ডেলিভারির তারিখ ছিল আজ, মঙ্গলবার। চুমকির পরিবার জানিয়েছে, গত ২৬ অগস্ট তাঁকে মাদার হাবে ভর্তি করানো হয়। কিন্তু, পরদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
অভিযোগ, গতকাল রাতে ফের তাঁর প্রসব বেদনা ওঠে। আজ ভোরে তাঁকে মাদার হাবে ভর্তি করালে কিছুক্ষণ পরে তাঁদের জানানো হয় চুমকি মৃত সন্তান প্রসব করেছেন। চুমকির পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসকের ভুলেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Be the first to comment