শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বছর ৫২-এর বিক্রম সিং

Spread the love

প্রতিবেশীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল বিক্রমের। বারবার বলেও কোনও সুরাহা হচ্ছিল না। অগত্যা তাঁর উপর গরম তেল ঢেলে দিলেন প্রতিবেশী মহিলা। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারও করা হয়েছে ৫২ বছরের বিক্রমকে।

ঘটনাটি মহারাষ্ট্রের বদলাপুরের রোহিদাস বস্তির। সেখানকার বাসিন্দা বিক্রম সিং প্রতিদিনই প্রতিবেশীর রান্নাঘরের সামনে প্রস্রাব করতেন। বদলাপুর পূর্ব থানার সিনিয়র পুলিশ অফিসার সুনীল যাদব জানিয়েছেন, প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় এসে প্রতিবেশী ওই মহিলার রান্নাঘরের সামনে প্রস্রাব করতেন বিক্রম। বছর ৩০-এর প্রতিবেশী ওই মহিলা অনেকবার বলেও তাঁকে নিরস্ত করতে পারেননি।

কিন্তু সব সীমা ছাড়িয়ে যায় রবিবার। রবিবার সন্ধ্যা পৌনে ৭ টা নাগাদ বিক্রম মদ্যপ অবস্থায় এসে ওই মহিলার রান্নাঘরের সামনে প্রস্রাব শুরু করেন। মহিলা ওই সময় রান্না করছিলেন। তাঁকে বারণ করলে বিক্রম নিজের যৌনাঙ্গ দেখানো শুরু করেন ও সেইসঙ্গে অশ্লীল মন্তব্য করেন মহিলার উদ্দেশে। এই কথায় রেগে গিয়ে ওই মহিলা হাতায় করে গরম তেল নিয়ে ছুঁড়ে মারেন। এতে পালিয়ে যান বিক্রম।

এরপরেই বদলাপুর পূর্ব থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে বিক্রমকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পরে জামিনে ছেড়ে দেওয়া হয় তাঁকে। অন্যদিকে বিক্রমও গরম তেলে হাত পুড়ে যাওয়া দেখিয়ে ওই মহিলার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনেন। যদিও তাঁর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একদম ঠিক কাজ করেছেন ওই মহিলা। উচিত সাজা দিয়েছেন বিক্রমকে। এরপর থেকে কারও বাড়ির সামনে প্রস্রাব করার আগে ওই মহিলার ছোঁড়া গরম তেলের কথা নিশ্চয় মনে পড়বে বিক্রমের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*