উন্নত চরিত্র, সভ্যতার সা-রে-গা-মা-পা’! নিজের বই কথাঞ্জলিতে এই কথাই লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, তৃণমূল ছাত্র পরিষদের সভায় দলের ছাত্র যুব কর্মীদের উন্নত চরিত্র গড়ে তুলতে বলে সেই কথাঞ্জলি পড়ারই পরামর্শ দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘আমার অনেকগুলি বইয়ের মধ্যে একটি কথাঞ্জলি। জীবনে যদি কখনও কাজ করতে করতে হতাশা গ্রাস করে, বইটা পড়ে নিও।’
নিজের ছাত্রজীবনেও উদ্বুদ্ধ হতে তিনি যে নেতাজি সুভাষ বা স্বামী বিবেকানন্দের লেখা পড়তেন সে কথাও বলেন মুখ্যমন্ত্রী।
দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বইতেও ছাত্রছাত্রীদের লড়াকু মানসিকতা গড়ে তুলতে বলেছেন তিনি। কোথাও লিখেছেন, ‘যখন সব সেট হয়ে গেছে, তখন আর আপসেট হয়ো না। এনভায়রনমেন্ট পলিউশন থেকেও মেন্টাল পলিউশন বেশি ক্ষতি করে।’ আবার বলেছেন, ‘নেভার মাইন্ড ফর ব্যাকবাইটিং।’
ঔদ্ধত্য বর্জন করে মনুষ্যত্বের পথে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দিয়ে তিনি লিখেছিলেন, ‘মনুষ্যত্বের নাম মানুষ, ঔদ্ধত্যের নাম ফানুশ!’
কয়েক বছর ধরেই রাজ্যের বিভিন্ন বোর্ডের পরীক্ষায় মেধাতালিকায় থাকা ছাত্রদের উপহার হিসেবে রবীন্দ্রনাথ, নজরুলের বইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
Be the first to comment