সম্পত্তি নিয়ে বচসা। আর তাঁর জেরে বাবার চোখই উপরে নিল ছেলে! তাও আবার কোনও অস্ত্র ছারাই। একেবারেই খালি। এমনটাই অভিযোগ উঠেছে বেঙ্গালুরু নিবাসী বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধরবার সকালে বেঙ্গালুরুতে ঘটেছে এমন ঘটনা। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম অভিষেক চেতন। পুলিশ আরও জানিয়েছে, অভিষেক একজন ড্রাগ অ্যাডিক্ট এবং সেরকম কিছু উপার্জনও করেন না।
পুলিশ জানিয়েছে বেঙ্গালুরুর জে পি নগরে অভিষেকের বাবা পরমেশ্বরের (৬৫) একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি অভিষেকের নামে লিখে দেওয়া নিয়েই বুধবার সকালে বাবার সঙ্গে ঝামেলা শুরু হয় অভিষেকের। পরমেশ্বর চেয়েছিলেন নিজের সম্পত্তি ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করে দিতে। কিন্তু তাতে রাজী হননি অভিষেক। এরপরেই বাবা-ছেলের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। উত্তেজনা পৌঁছয় চরমে। এই সময় আচমকাই বাবার চোখ উপরে নেন অভিষেক। রক্তাক্ত অবস্থায় তীব্র যন্ত্রণায় বাবাকে কাতরাতে দেখে পালিয়ে যায় ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে অভিষেক চেতনকে।
আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরমেশ্বর। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু একটা চোখ তিনি চিরকালের মতো হারিয়ে ফেলেছেন।
Be the first to comment