মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহ থাকলেই কি কাউকে গ্রেফতার করা যায়? তার বিরুদ্ধে দেওয়া যায় সন্ত্রাসদমন আইন ইউএপিএ? মঙ্গলবার পুলিশ দেশের নানা প্রান্ত থেকে পাঁচ বুদ্ধিজীবীকে গ্রেফতার করার পরে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অবিলম্বে ধৃতদের মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ইতিহাসবিদ রোমিলা থাপার ও অপর চার মানবাধিকার কর্মী। সেই আবেদনের ওপরে শুনানি হতে পারে বুধবারই।
মহারাষ্ট্রের ভীমা কোরেগাওঁ অঞ্চলে দলিত সমাবেশকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছিল গত জানুয়ারিতে। পুলিশের সন্দেহ, সেই ঘটনার সঙ্গে মাওবাদীদের যোগ ছিল। মঙ্গলবার পুনে পুলিশ দিল্লি, ফরিদাবাদ, গোয়া, মুম্বই, রাঁচি ও হায়দরাবাদে ১০ জনের বাড়িতে হানা দেয়। গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাঁরা হলেন ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেইরা, গৌতম নওলাখা এবং ভার্নন গঞ্জালেস।
Be the first to comment