চাহিদা বেড়েছে আমেরিকান ডলারের। তাই টাকার দাম কমছে হু হু করে। বুধবার টাকার দাম ৪২ পয়সা কমেছে। এক ডলারের দাম এখন ৭০.৫২ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেল শোধনকারী সংস্থাগুলিকে বিদেশ থেকে অপরিশোধিত তেল কিনতে হচ্ছে ডলার দিয়ে। সেজন্যই ডলারের চাহিদা বেড়েছে। তার ফলে কমেছে টাকার দাম।
[8/29, 3:50 PM] Ashis Rojdin: কার দাম কমার আর একটি কারণ হল বাণিজ্য ঘাটতি। গত পাঁচ বছরের তুলনায় এখন বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি, ১৮ হাজার কোটি ডলার। তা সত্ত্বেও মঙ্গলবার বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার দাম বেড়েছিল ছয় পয়সা। কিন্তু বুধবার তা আবার অনেক পড়ে গিয়েছে।
Be the first to comment