আমডাঙা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্তির প্রেক্ষিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, উত্তর ২৪ পরগনার আমডাঙা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বোর্ড গঠন নিয়ে যে অশান্তি চলছে তা পরিকল্পিত। আজ নবান্ন ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই তারাই খুন,জখমের রাজনীতি করে। অনেকে খুন হয়েছে। এই খুন সন্ত্রাসে রাজনীতির একটা নতুন মডেল হয়ে উঠছে। বিরোধীরা বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করছে। এই রাজনীতি প্রতিরোধ করতে গিয়ে বহু তৃণমূল কংগ্রেসের কর্মীর প্রাণ যাচ্ছে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “পরিকল্পনা করে এসব করা হচ্ছে। সন্ত্রাস যেন মডেল হয়ে দাড়িয়েছে। সন্ত্রাস করে রাজনীতি করছে। এই খুন সন্ত্রাস এর রাজনীতি বন্ধ করতে চাই। খুন সন্ত্রাস কে মার্কেটিং করা হচ্ছে”।
Be the first to comment