ইতিমধ্যেই প্রাণ গিয়েছে তিন জনের। আহতরা ভর্তি আরজিকর হাসপাতালে। কিন্তু বৃহস্পতিবারও বদলাল না উত্তর চব্বিশ পরগণার আমডাঙার ছবি। এ দিন সকালে সিপিএম নেতা লতিফ মণ্ডলের বাগান থেকে ড্রাম ভর্তি কয়েক ডজন বোমা উদ্ধার করে পুলিশ।
থমথমে আমডাঙার বহিশগাছা, কুশডাঙা, মরিচা, বোদাই ও তারাবেড়িয়ায় পুলিশ পিকেট থাকলেও গ্রামবাসীদের অভিযোগ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দফায় দফায় বোমাবাজি হয়েছে। অভিযোগের তির সিপিএমের দিকে। মঙ্গলবার থেকে শুরু হওয়া অশান্তির আঁচ রয়েছে এ দিন সকাল পর্যন্ত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই এলাকায় সিপিএম যে পরিমাণ অস্ত্র মজুত করেছে তা কল্পনাও করা যাবে না। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাঁদের দাবি, পঞ্চায়েত গঠন করতে পারবে না বলেই তৃণমূল আর পুলিশ যৌথ সন্ত্রাস চালাচ্ছে।
এ দিনও সকাল থেকে এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ। অঘোষিত বনধের চেহারা নিয়েছে গ্রামগুলি। ইতিমধ্যেই আমডাঙা থানার ওসি মানস দাসকে ক্লোজ করে তাঁর জায়গায় আনা হয়েছে তুষারকান্তি বিশ্বাসকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টহল চালাবে প্রশাসন।
Be the first to comment