সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না

Spread the love

সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা’, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই মেসেজেই ঘুম উড়ে গিয়েছিল সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের। তবে ‘ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্কিং ওয়ার্কার্স’ ভাইস প্রেসিডেন্টের বক্তব্য কিছুটা স্বস্তিতে আম জনতা।

বৃহস্পতিবার এই অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রাণা বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে সোশ্যাল মিডিয়ায় যে মেসেজ ঘুরে বেড়াচ্ছে সেটা ভুল। সেপ্টেম্বরের ৪ ও ৫ তারিখ যে ধর্মঘটের কথা বলা হচ্ছে তা মূলত রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীদের ডাকা। তার ফলে দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির গ্রাহকদের কোনও সমস্যা হবে না। রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা মূলত প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের দাবিতে ওই দু’দিন গণ ছুটির ঘোষণা করেছে। এর সঙ্গে বাকি ব্যাঙ্কের কোনও যোগ নেই।
মূলত দেশের বেশিরভাগ ব্যাঙ্কই মাসের প্রথম শনিবার খোলা থাকে। কোনও কোনও রাজ্যে অবশ্য শনিবার ব্যাঙ্ক পুরো বন্ধ বা হাফ ডে ছুটি থাকে। ফলে সেই সব রাজ্য বাদে ১ সেপ্টেম্বর ব্যাঙ্কিং পরিষেবায় কোনও সমস্যা হবে না। ২ সেপ্টেম্বর রবিবার তো দেশের সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ। ৩ সেপ্টেম্বর ‘জন্মাষ্টমী’। সেই উপলক্ষ্যে দেশের প্রায় সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিন্তু পরের দু’দিন অর্থাৎ ৪ ও ৫ সেপ্টেম্বর কোনও রকম ছুটির কোনও প্রশ্ন নেই। কেবলমাত্র রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা এই দু’দিন ধর্মঘট পালন করবেন।

সব ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, ৪ ও ৫ তারিখ এটিএম পরিষেবাতে ও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবাতে কোনও সমস্যা হবে না। তবুও রিজার্ভ ব্যাঙ্ক বন্ধ থাকায় তার কিছুটা প্রভাব পড়তে পারে বাকি ব্যাঙ্কের উপর, এমনটাই মনে করছেন ব্যাঙ্ক কর্মচারীরা। যদিও গ্রাহকদের সব রকম সাহায্য করতে তাঁরা প্রস্তুত, জানিয়েছেন ‘ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্কিং ওয়ার্কার্স’ সদস্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*