শহরের কোন ওয়ার্ডে মশাবাহিত রোগের পরিমাণ কত? এবার এক ক্লিকেই পেয়ে যাবেন তথ্য

Spread the love

শহরের কোন ওয়ার্ডে মশাবাহিত রোগের পরিমাণ কত? কীভাবে মোকাবিলা করা যাবে এইসব রোগের সঙ্গে? কুছ পরোয়া নেই। হাজির মোবাইল অ্যাপ। মাত্র এক ক্লিকেই সব তথ্য পেয়ে যাবেন সেখানে। দেশের মধ্যে প্রথম পুরসভা হিসেবে এই অ্যাপ নিয়ে এল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগের তথ্য প্রকাশ করা হবে। কোন উপায়ে মশাবাহিত রোগের মোকাবিলা করা হবে সেই তথ্যও পাওয়া যাবে এই অ্যাপের সাহায্যে। কলকাতা পুরসভার ১৪৪টি স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় তথ্যও মিলবে এই অ্যাপের দৌলতে।

সমগ্র ভারতে এই ধরণের অ্যাপের ব্যবহারের কোনও নজির নেই। এই অ্যাপটি ব্যবহার করা যাবে বাংলা, হিন্দি, ইংরেজি এবং উর্দু ভাষাতেও। অ্যাপের মাধ্যমে জিপিআরএস-এর সাহায্যে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেও পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ।

শহরের যে কোনও প্রান্তের মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হলে তিনি ওই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী পুর স্বাস্থ্য কেন্দ্রের সন্ধান পেয়ে যাবেন। একই সঙ্গে পেয়ে যাবেন নিকটবর্তী রক্ত পরীক্ষাকেন্দ্রের ঠিকানাও। অদূর ভবিষ্যতে পুরসভার স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে এই অ্যাপের ভিতরেই। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং স্মার্ট ফোনের জন্য চালু করা হয়েছে কলকাতা পুরসভার এই বিশেষ অ্যাপ। আগামী মাসের দুই তারিখ থেকে আইফোনেও ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই নয়া পরিষেবা চালুর বিষয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই অ্যাপের মাধ্যমে পুরসভার সঙ্গে সাধারণ মানুষের একটি যোগসূত্র তৈরি হবে। সকলে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে মশাবাহীত রোগের সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং রোগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা তৈরি হবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা মানুষের হাতের মুঠোয় চলে আসবে বলে দাবি করেছেন মেয়র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*