তেলুগু কবি ভারভারা রাও সহ পাঁচজনকে গ্রেফতার করতে গিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিপাকে পড়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু শুক্রবার মহারাষ্ট্র পুলিশের এডিজি (ল অ্যান্ড অর্ডার) পরমবীর সিং সাংবাদিক বৈঠক করে বলেছেন, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ আছে তাঁদের কাছে। ধৃতরা নিয়মিত মাওবাদীদের চিঠিপত্র দিত। ধৃত রোনা উইলসনকে ই-মেলে এক মাওবাদী নেতা লিখেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হত্যা করতে হবে।
ধৃত বুদ্ধিজীবীদের চিঠি লিখে মাওবাদীরা বলেছিল, আট কোটি টাকা জোগাড় করতে হবে। কেনা হবে গ্রেনেড লঞ্চার। এক ধৃতের বাড়ির কম্পিউটারের কোড ভেঙে হার্ড ড্রাইভে কয়েক হাজার চিঠিপত্র পাওয়া গিয়েছে। মাওবাদীরা ওই চিঠিগুলি লিখেছিল। কয়েকটি চিঠিতে বলা হয়েছে, এমন কোনও অ্যাকশন করতে হবে যাতে সকলের দৃষ্টি আকর্ষিত হয়।
পরমবীর সিং বলেন, ওই বুদ্ধিজীবীদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আছে বলে নিশ্চিত হয়েই আমরা তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েছি। তাঁরা ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁদের মধ্যে মাওবাদী মতাদর্শ প্রচার করতেন।
Be the first to comment