সরিয়ে দেওয়া হলো আমডাঙার ডিএসপি (সদর) কল্যাণকুমার রায়কে

Spread the love

পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে গত চার দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগণার আমডাঙা। মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনার জেরে ইতিমধ্যেই আমডাঙা থানার ওসি মানস দাসকে ক্লোজ করা হয়েছে। এ বার সরিয়ে দেওয়া হলো ডিএসপি (সদর) কল্যাণকুমার রায়কে।

বদলি হওয়া পুলিশ আধিকারিকের আওতায় ছিল হাবড়া এবং আমডাঙা থানা। শুক্রবার তাঁকে বদলি করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের ১ নম্বর ব্যাটেলিয়নে। তাঁর জায়গায় নতুন ডিএসপি (সদর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চৌধুরীকে।

শুক্রবার নতুন করে অশান্তি বা হিংসা না হলেও থমথমে গোটা আমডাঙা থানা এলাকার বিভিন গ্রাম। বৃহস্পতিবার সকালে সিপিএম নেতা লতিফ মণ্ডলের বাগান থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ। দুপুরের পরে গ্রামে গ্রামে তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিছুটা থমকে যেতে হয় পুলিশকে। আরও বাহিনী মোতায়েন করা হয় আমডাঙায়। বিকেলের পর ফের তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় আমডাঙার বিভিন্ন গ্রাম থেকে। পুলিশ জানিয়েছে, ২টি নাইন এমএম পিস্তল, দুশো রাউন্ড গুলি, চারশোর বেশি বোমা এবং প্রচুর তির-ধনুক উদ্ধার করা হয়েছে। প্রশাসনের অনুমান আরও অস্ত্র মজুত রয়েছে সেখানে। কার্যত বারুদের স্তূপে বসে রয়েছে আমডাঙা। এখন দেখার প্রশাসনিক রদ বদলের ফলে আমডাঙায় শান্তি ফেরে কি না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*