অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশ ভেরিয়ার। তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলা এ বার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়। তেলেঙ্গানা সরকারকে রীতিমতো তুলোধনা করেছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি বলেছেন, আপনাদের আর কোনও কাজ নেই, তাই এই সব মামলা করছেন!
মালায়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের জন্যই শিরোনামে এসেছিলেন প্রিয়া। তাঁর চোখের জাদুতে তখন মজেছিল গোটা ভারত। আট থেকে আশি সবার মুখেই তখন একটাই নাম। প্রিয়া প্রকাশ ভেরিয়ার। তাঁর বিখ্যাত চোখ মারা থুড়ি উইঙ্ক-এর জন্যই রাতারাতি বিখ্যাত হয়েছিলেন প্রিয়া। বনে গিয়েছিলেন ইন্টারনেট সেনসেশন। গুগল সার্চের জগতে নিমেষে পিছনে ফেলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সানি লিওনকেও।
কিন্তু “ওরু আদার লাভ”-এর সেই গান নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। গানে নাকি হজরত মহম্মদের স্ত্রী খাদিজার উল্লেখ রয়েছে। এবং সেটাই নাকি হায়দ্রাবাদের একদল যুবকের ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগেই প্রিয়া প্রকাশ ভেরিয়ার এবং ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হায়দ্রাবাদের একদল যুবক। প্রিয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ। তবে শেষ পর্যন্ত ধোপে টেকেনি এইসব অভিযোগ। বরং মামলাই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
Be the first to comment