সৈকত বোসঃ
ভিঞ্চীর পটে তৈরী তুমি
মায়ের উত্তরাধিকারীনি, ললনা
কেন, মুখ বুজে সহে চলেছ
কদর্জ সমাজের এই ছলনা ।
কবিগুরুর ঢাকাই শাড়ী আর
কবি ভারতচন্দ্রের নারী,
নষ্ট সমাজের নীচ বাসনা
তাকে করে দিয়েছে অশরিরী ।
মাতৃরূপেন, শক্তিরূপেন
এ সব দূর্গাপূজার মন্ত্র…
আর বাকী যা কিছু চোখে দেখি
তার নাম সমাজতন্ত্র ।
তবুও ললনা কেন পিছু হাঁট,
তুমিই তো গড়ো সমাজ…
যে প্রাণ দানে হিন্দু হরিনাম গায়,
আর মুসলমান পড়ে নমাজ ।
সমাজবাদের এই নিদারুন
মর্মান্তিক দিনান্তে,
ললনা তুমি ভয় পাও…
আর এক ললনা জন্ম দিতে ।
Be the first to comment