দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে পাঁচ পুলিশকর্মীর ১১জন আত্মীয়কে অপহরণ করেছিল জঙ্গিরা। অবশেষে শুক্রবার গভীর রাতে তাঁদের মুক্তি দিয়েছে জঙ্গিরা। পরিসংখ্যান বলছে গত ২৮ বছরে এই প্রথম পুলিশকর্মীদের আত্মীয়দের টার্গেট করেছে জঙ্গিরা। গত দু’দিনে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে অপহৃত হয়েছিলেন ১১ জন।
সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও পুলওয়ামা সহ দক্ষিণ কাশ্মীরের নানা জায়গায় পুলিশকর্মীদের বাড়িতে হানা দিয়েছিল জঙ্গিরা। অপহরণ করা হয়েছিল ১১ জনকে। পুলিশকর্মীদের আত্মীয়দের অপহরণ করে তাঁদের উপর চাপ সৃষ্টি করাই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। এমনকী এই ঘটনার দায়ও স্বীকার করেছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। প্রসঙ্গত, বুধবার ২৯ অগস্ট দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার আরহামাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন চার পুলিশকর্মী। এরপরেই সোপিয়ানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল পুলিশ। এমনকী জঙ্গিদের ডেরায় হানা দিয়ে তুলে আনা হয় তাঁদের বেশ কিছু আত্মীয়কেও। তাদের মধ্যে ছিলেন হিজবুল কম্যান্ডার রিয়াজ় নায়কুর বাবা আসাদুল্লা নায়কু।
এরপর প্রতিশোধ নেওয়ার জন্যই পুলিশকর্মীদের পরিবারের উপর চলে পাল্টা হানা। অপহৃত হন ১১ জন। এমনকী পুলিশি হেফাজতে থাকা বেশ কিছু জঙ্গিকে ছেড়ে দেওয়ার দাবিও তোলে জঙ্গি সংগঠন। সূত্রের খবর, আত্মীয়দের বাঁচাতে শেষ পর্যন্ত জঙ্গিদের দাবি মানতে বাধ্য হয়েছে কাশ্মীর পুলিশ। মুক্তি দেওয়া হয়েছে হিজবুল কম্যান্ডার রিয়াজের বাবাকেও। এরপরেই পুলিশকর্মীদের অপহৃত আত্মীয়দের মুক্তি দেয় জঙ্গিরা।
Be the first to comment