বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন হলিউডের অভিনেত্রী ভ্যানেসা মার্কোয়েজ। গত বৃহস্পতিবার তাঁর বাড়িওয়ালা পুলিশকে ফোন করে বলেন, মনে হচ্ছে ভ্যানেসার চিকিৎসা দরকার। পুলিশ এক মনোবিদকে নিয়ে তাঁর বাড়িতে যায়। কথা বলার সময় আচমকা অভিনেত্রী পুলিশের দিকে হ্যান্ডগান তাক করেন। পুলিশও সঙ্গে সঙ্গে গুলি চালায়। মারা পড়েন অভিনেত্রী। পরে দেখা যায়, তিনি খেলনা বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলেন।
৪৯ বছরের ভ্যানেসা একসময় টিভি সিরিয়াল করে বেশ বিখ্যাত হয়ে উঠেছিলেন। পরে অভিযোগ আনেন, বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি তাঁকে যৌন হেনস্থা করেছেন, জাত তুলে গালাগালি দিয়েছেন, ক্লুনির জন্যই নাকি তিনি টিভি সিরিয়ালে কাজ পাচ্ছেন না। ক্লুনি ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তিনি প্রযোজক বা পরিচালক নন। কাউকে সিরিয়ালে নেওয়া বা না নেওয়ার ক্ষমতা তাঁর নেই।
বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে পুলিশ অফিসার ও মনোবিদ দেড় ঘন্টা ধরে তাঁকে বোঝাতে চেষ্টা করেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা দরকার। ভ্যানেসা কিছুতেই হাসপাতালে যেতে রাজি হচ্ছিলেন না। শেষে তিনি পুলিশের দিকে খেলনা বন্দুক তাক করেন।
Be the first to comment