রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও হাল্কা, কোথাও বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। আর তাঁর জেরেই হবে এই বৃষ্টি। সঙ্গে যোগ্য সঙ্গত দেবে দক্ষিণবঙ্গের সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জমে রয়েছে প্রচুর জলীয় বাষ্প। তাই রোদ উঠলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন কলকাতাবাসী।
শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। বিভিন্ন জায়গার বিক্ষিপ্ত বৃষ্টি দিল্লিবাসীকে ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিলেও সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ভারী বৃষ্টির ফলে জল জমে গিয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। রাস্তায় জল জমার ফলে যানবাহনের গতিও হয়ে গিয়েছে শ্লথ। বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
বিভিন্ন রাস্তায় জল জমার ফলে গাড়ি চলছে ধীর গতিতে। এ বিষয়ে টুইট করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ। যেসব রাস্তায় জল জমেছে দিল্লিবাসীকে সেইসব রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। এ দিন সকাল থেকেই টুইটারে ট্রেন্ডিং হয়েছে দিল্লির বৃষ্টি। রাস্তায় জমা জলের ছবি থেকে শুরু করে দিল্লির ট্র্যাফিকের হাল হকিকত সবই মিলছে টুইটারে। জানা গিয়েছে, জল জমার কারণে ভাইরন রোডে ট্র্যাফিক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। লাজপত নগরের বাজার এলাকা, মোদী মিল আন্ডারপাস, বিমান বন্দরের দিকে আরটিআর মার্গ, জিটি কার্নাল রোড, আইপি মার্গ এইসব এলাকা থেকে জল জমার খবর পাওয়া গিয়েছে।
Be the first to comment