দেশের হয়ে চতুর্দশ স্বর্ণপদক জিতলেন অমিত পাঙ্গাল

Spread the love

এশিয়ান গেমসের শেষের আগের দিন সোনা এল ভারতের ঝুলিতে। দেশের হয়ে চতুর্দশ স্বর্ণপদক জিতলেন অমিত পাঙ্গাল। বক্সিংয়ে লাইট ফ্লাইওয়েট ৪৯ কেজি গ্রুপে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের হাসানবয় দুসমাকোভকে। এপর্যন্ত ভারত জিতেছে ৬৬টি পদক। ১৪টি সোনা, ২৩টি রুপো আর ২৯টি ব্রোঞ্জ। এর আগে ২০১০ সালে চিনের গুয়াংঝাউয়ে ভারত পেয়েছিল ৬৫টি মেডেল। বৃহস্পতিবার নৌচালনায় বর্ষা গৌতম এবং শ্বেতা শেরভেগার। পুরুষদের একই ক্যাটাগরিতে বরুণ ঠাক্কর এবং গণপতি চেঙ্গাপ্পা জিতেছেন ব্রোঞ্জ। ওপেন লেজারে আরেকটি ব্রোঞ্জ পান হর্ষিতা তোমার। রেসলিংয়ে এটাই দেশের সবথেকে ভালো ফল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*