খুবই দুরন্ত নাতি। তাই দুষ্টুমি কমাতে ভয়ানক সাজা দিলেন ঠাকুমা। গরম খুন্তি দিয়ে শিশুটির সারা গায়ে ছ্যাঁকা দিলেন তিনি। এই ঠাকুমার শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন এলাকার লোকজন।
ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি গ্রাম পঞ্চায়েতের আমতলা পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাবা, মা নেই। ঠাকুমা ও জ্যাঠার কাছেই মানুষ। জন্মানোর পরেই শিশুটির মা তাকে ছেড়ে চলে যান। এক বছরের মাথায় নিরুদ্দেশ হন বাবাও। জ্যাঠা কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন।
শিশুটির জেঠিমা পূজা বলেছেন, আড়াই বছর আগে বিয়ে হয়ে তিনি এই বাড়িতে এসেছেন। শিশুটির ঠাকুমা অর্থাৎ তাঁর শাশুড়ি আকাশী নাথ খুবই বদ মেজাজি মানুষ। তাঁকেও নাকি একবার পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন।
ঘটনার দিন পূজা বাড়িতে ছিলেন না। প্রতিবেশীদের থেকে তিনি জানতে পারেন, শুক্রবার বিকেলে শিশুটি বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির বাইরে যায়। সন্ধের অনেক পরে সে বাড়ি ফেরে। তাতেই নাকি রেগে যান আকাশীদেবী। প্রথমে বকাঝকা করেন। পরে কড়াই থেকে তেল সমেত গরম খুন্তি তুলে শিশুটির সারা গায়ে ছ্যাঁকা দিতে থাকেন। যন্ত্রণায় শিশুটি চিৎকার করে উঠলে আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বাদকুল্লা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসা করানোর পরে সে এখন অনেকটাই সুস্থ।
ঘটনার পর থেকেই বেপাত্তা শিশুটির ঠাকুমা আকাশীদেবী। স্থানীয়েরা জানিয়েছেন, এখনও পুলিশে অভিযোগ জানানো হয়নি। তবে, অভিযুক্তের চরম শাস্তি চান তাঁরা সবাই।
Be the first to comment