তাস খেলাতেই এশিয়া জয় করলেন দুই বাঙালি, এশিয়াডের আসর থেকে নিয়ে এলেন ১৫ নম্বর সোনা

Spread the love
বাঙালি বলতে যেমন বোঝায় ধুতি-পাঞ্জাবি, খাওয়ার পর শেষ পাতে মিষ্টি, চায়ের দোকানে রাজনীতির আড্ডা, ঠিক তেমনই বাঙালি মানেই তাস। আর এই তাস খেলাতেই এশিয়া জয় করলেন দুই বাঙালি। ভারতের জন্য এশিয়াডের আসর থেকে নিয়ে এলেন ১৫ নম্বর সোনা।
জাকার্তায় এশিয়ান গেমসের আসরে ছেলেদের ব্রিজের পেয়ার ইভেন্টে সোনা জিতলেন দুই বাঙালি প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকার। ফাইনালে ৩৮৪ পয়েন্ট স্কোর করেন এই দুই বাঙালি। বছর ৬০-র প্রণব ও ৫৬ বছরের শিবনাথ দে সরকারের সামনে কেউ দাঁড়াতেই পারেননি। এর আগেও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরেই ছিলেন এই দুই বাঙালি ব্রিজ খেলোয়াড়।
তাঁরা ছাড়াও আরও দুটি দল ছিল এই ইভেন্টে। কিন্তু অন্য দুই বাঙালি সুমিত মুখার্জী ও দেবব্রত মজুমদারের পেয়ার নবম স্থানে শেষ করেন। প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকারকে এই কৃতিত্বের জন্য টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
এই সোনার ফলে এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৫। সেই সঙ্গে ভারত স্পর্শ করল রেকর্ড। এর আগে ১৯৫১ সালে শেষবার এশিয়ান গেমসে ১৫ সোনা পেয়েছিল ভারত। সেটাই ছিল প্রথম এশিয়ান গেমস। এ বার ইতিমধ্যেই তা স্পর্শ করে ফেলেছে ভারত। এখনও বেশ কিছু সোনার সম্ভাবনা বাকি আছে ভারতীয় খেলোয়াড়দের জন্য। অর্থাৎ এ বারের এশিয়ান গেমস যে হতে চলেছে ভারতের জন্য সবথেকে সফল এশিয়ান গেমস তা এখন থেকেই বোঝা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*