শনিবার ভোরবেলায় রাশিয়ার সোচি বিমানবন্দরে নামার কথা ছিল একটি বিমানের। আচমকাই খারাপ হয়ে যায় তার যন্ত্রপাতি। বিমান রানওয়ে পেরিয়ে, একটি বেড়া ভেঙে গিয়ে থামে নদীর তীরে। ১৮ জন যাত্রী আহত হয়েছেন। বিমানটি নদীতে পড়লে কী হত, ভেবে শিউরে উঠছেন যাত্রীরা।
বিমানটির মালিক রাশিয়ার ইউটি এয়ার কোম্পানি। তার ল্যান্ডিং গিয়ার খারাপ হয়ে গিয়েছিল। নিয়ন্ত্রণহীনভাবে রানওয়ে দিয়ে যাওয়ার সময় তার ডানদিকের ইঞ্জিন ও ডানায় আগুন লেগে যায়। দ্রুত যাত্রীদের উদ্ধার করা হয়। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৮ জন আহত হয়েছেন। দুই শিশু সহ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Be the first to comment