উপত্যকার প্রথম মহিলা বিমান চালক ইরম হাবিব!

Spread the love

ফের সংবাদের শিরোনামে কাশ্মীর। তবে কোনও জঙ্গি হামলা কিংবা সংঘর্ষের কারণে নয়। সৌজন্যে উপত্যকার প্রথম মহিলা বিমান চালক ইরম হাবিব। প্রশিক্ষণ শেষে গো এয়ার সংস্থার পাইলট হিসেবে সদ্য কর্মজীবন শুরু করেছেন তিনি। রক্ষণশীল সমাজের বেড়াজাল ভেঙে বেড়িয়ে আসতে কম লড়াই করতে হয়নি তাঁকেও। কিন্তু অদম্য ইচ্ছা, অধ্যবসায়ের জোরে কাশ্মীরের মেয়েদের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা। দেরাদুন কলেজ থেকে বনবিদ্যায় স্নাতক হন ইরম৷ স্নাতকোত্তর ডিগ্রি পান শের-ই-পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে৷ ২০১৬-তে তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে৷ সেখানে ভর্তি হন একটি বিমান প্রশিক্ষণ স্কুলে৷ আমেরিকা ও কানাডা থেকে সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন ইরম হাবিব৷ অনেক বৈদেশিক সংস্থার মোটা মাইনের প্রলোভন ছেড়ে চলে এসেছেন দেশের টানে। তাঁর আগে অনেক মুসলিম মেয়েই নাম লিখিয়েছেন এই পেশায়। সর্বকনিষ্ঠ পাইলট হিসেবে গতবছরই বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন আয়েশা আজিজ। কিন্তু কাশ্মীরী মহিলা হিসেবে তিনিই প্রথম বসতে চলেছেন বিমানের ককপিটে। তাঁর আশা, এভাবে ধীরে ধীরে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে আসবে কাশ্মীরের মেয়েরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*