এবার ল্যান্ডমাইন ঘিরে আতঙ্ক ছড়াল বেলপাহাড়িতে!

Spread the love
পঞ্চায়েত ভোটের আগে মাওবাদী নামাঙ্কিত পোস্টার নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বেলপাহাড়িতে। এ বার ল্যান্ডমাইন ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়।
শনিবার রাতে ১৬৯ নম্বর ব্যাটেলিয়নের সিআরপিএফ জওয়ানের টহল দিচ্ছিলেন বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর। বাঁশপাহাড়ি গ্রামপঞ্চায়েতে নাগুড়া গ্রামের সামনে তাঁরা দেখেন রাস্তার পাশে একটি বোতল পোঁতা রয়েছে। সেটা রাখা হয়েছে অনেকটা মাওবাদী কায়দায়।
জওয়ানদের সন্দে হয় সেটা ল্যান্ডমাইন জাতীয় কিছু। খবর দেওয়া প্রশাসনিক কর্তাদের। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই বোতলের মতো বস্তুটি আসলে ল্যান্ডমাইনই ছিল। জওয়ানদের সন্দেহ সঠিক ছিল। শধু তাই নয়, ল্যান্ডমাইনটি সক্রিয় ছিল। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারত।
পঞ্চায়েত ভোট কেটে গিয়েছে বহুদিন হল। বেলপাহাড়ি এমনিতেই মাওবাদী প্রভাবিত এলাকা। ফের নতুন করে ল্যান্ডমাইন উদ্ধারের পর নড়েচড়েই বসেছে জেলা প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*