পাইথনকে নিয়ে সেলফি তোলার হিড়িক

Spread the love
বন দফতরের নিষেধ সত্ত্বেও লোকালয় ঢুকে পড়া একটি পাইথনকে নিয়ে সেলফি তোলার হিড়িক পড়ে গেল এলাকার বাসিন্দাদের মধ্যে। পরে, বন দফতরের কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করেন।
শনিবার রাতে রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা মালীপাড়া এলাকার যোগেন রায়ের বাড়িতে ঢুকে পড়ে ৮ ফুট লম্বা একটি পাইথন। আতঙ্কিত হয়ে বন দফতরে খবর দেন যোগেনবাবু। কিন্তু বনকর্মীদের আসার আগেই স্থানীয় এক যুবক ধরে ফেলে পাইথনটিকে।
তার পর পাইথনটিকে গলায় পেঁচিয়ে, হাতে নিয়ে, নানা ভাবে চলে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন ওই যুবক। পরে, বনকর্মীরা এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় পাইথনটিকে।
ঘটনায় পরিবেশপ্রেমী বিশ্বজিত দত্তচৌধুরী জানিয়েছেন, ইদীনিং এই ধরণের প্রবণতা খুব বেড়েছে। তাঁর মতে, সাপটিকে ধরে ফেলেই বস্তাবন্দি করা উচিত ছিল যুবকের। যদি কোনও ভাবে সাপটি যুবকের গলা পেঁচিয়ে ধরত তাহলে তাঁকে বাঁচানো মুশকিল হত। গোটা দায়টাই এসে পড়ত বন দফতরের উপর।
এর আগেও বীরভূমের বাবুইজোড় গ্রামে একটি অসুস্থ পাইথনকে টানাটানি করে সেলফি তোলার কারণে মৃত্যু হয় সাপটির। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*