ফের মহার্ঘ্য হল জ্বালানি। টাকার দামের রেকর্ড পতনের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দামও৷ রবিবার পেট্রলের দাম বাড়ল ১৬ পয়সা ও ডিজেলের ৩৪ পয়সা৷ ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা৷
গত শুক্রবার রেকর্ড পতন হয় টাকার ৷ ডলারের নিরিখে ভারতীয় টাকার মূল্য দাঁড়ায় প্রায় ৭১ টাকা৷ তারপর থেকেই দাম বাড়তে শুরু করে জ্বালানির৷ কলকাতায় শনিবার পেট্রোলের দাম ছিল ৮১ টাকা ৬০ পয়সা। রবিবার ১৬ পয়াসা বেড় হয় ৮১ টাকা ৭৬ পয়সা। ৩৪ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়াল লিটার প্রতি ৭৩ টাকা ৬১ পয়সা৷ ভরতুকিহীন সিলিন্ডারের দাম ৩১ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৮৫৯ টাকা৷ এদিন রাজধানীতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৮ টাকা ৮৪ পয়সা৷ ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭০ টাকা ৭৬ পয়সা৷ আর মুম্বইতে পেট্রোল লিটার প্রতি ৮৬ টাকা ২৫ পয়সা। ডিজেল লিটার প্রতি ৭৫ টাকা ১২ পয়সা ৷ বিশেষজ্ঞদের মতে টাকার দামে রেকর্ড পতন এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে আবার মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
Be the first to comment