টাকা ভরার দায়িত্বে যারা, তারাই করলেন চুরি ৷ ২ মাস ধরে হতে থাকা এই প্রতারণায় ১.১৬ কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা ৷ ঘটনা দিল্লি এবং সংলগ্ন এলাকার ৷ বিভিন্ন ব্যাঙ্কের ATM-এ টাকা ভরার দায়িত্ব রয়েছে বেসরকারি সংস্থা লগিক্যাশ প্রাইভেট সলিউশনস ৷ তাদের তরফ থেকেই থানায় অভিযোগ দায়র করা হয়েছে ৷ নিজেদের কিছু কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই সংস্থার ৷
বিষয়টি নজরে আসে সংস্থার অভ্যন্তরীণ অডিটে ৷ ATMগুলিতে যত টাকা ঢোকানোর কথা ছিল তার থেকে প্রায় ১.১৬ কোটি টাকা কম ঢোকানো হয়েছে বলেই অডিটে উঠে আসে ৷ এই রিপোর্টে চাঞ্চল্য ছড়ায় ৷ যে ৩ কর্মী ATMগুলিতে টাকা ভরার দায়িত্বে ছিলেন, তাদেরকেই সন্দেহ করা হচ্ছে ৷ ATM-এ কম টাকা ভরে, কোটি টাকা নিজেদের পকেটে পুড়েছেন তারা ৷ এমনই মত সংস্থার ৷ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Be the first to comment