মাঝ আকাশে আচমকাই বন্ধ হয়ে গেল বিমানের ইঞ্জিন। জরুরি অবতরণ করানো হলো বেঙ্গালুরু থেকে পুণেগামী একটি বিমানকে। শনিবার ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে পুণে যাচ্ছিল গো এয়ারের ফ্লাইট-২৮৩। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ওড়ার পরেই ঘটে বিপত্তি। মাঝ আকাশে বন্ধ হয়ে যায় বিমানের নিও ইঞ্জিন।
মাঝ আকাশে পৌঁছনোর পরেই পাইলট বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল রয়েছে। বিপদ সংকেত পেয়েই পাইলট বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু জরুরি অবতরণের আগেই বন্ধ হয়ে যায় বিমানের ফার্স্ট ইঞ্জিন।
গো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, টেক অফ করার পর মাঝ আকাশে হঠাৎই বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল। তবে পাইলটের তৎপরতায় নিরাপদেই জরুরি অবতরণ করানো হয়েছে বিমানটিকে। যাত্রীরাও সকলেই সুস্থ রয়েছে বলেই জানিয়েছে, গো এয়ার কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থাও করা হয়েছে। গোটা ঘটনায় গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছে গো এয়ার কর্তৃপক্ষ।
তবে এ-৩২০ নিও ইঞ্জিন নিয়ে অভিযোগ কিন্তু এই প্রথম নয়। এর আগেও অনেকবার এই নিও ইঞ্জিনে গোলযোগ দেখা গিয়েছিল। কিন্তু তারপরেও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কোনও পদক্ষেপ নেয়নি। বরং সিভিল অ্যাভিয়েশন মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দিয়ে ডিজিসিএ জানিয়েছে নিও ইঞ্জিন নিয়ে চিন্তা করার মতো কোনও বিষয় নেই। তবে শনিবারের এই ঘটনার পর ডিজিসিএ-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু। যদিও জানা গিয়েছে এখনও এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ডিজিসিএ।
Be the first to comment