সময়টা মাত্র ২০ সেকেন্ড। তার মধ্যেই আস্ত একটা ডাকাতির ঘটনা গেল অ্যাপলের স্টোরে। আপাদমস্তক কালো পোশাক পরা জনা চার-পাঁচ যুবক ঠিক যেন দমকা হাওয়ার মতো ঢুকে দোকানের দামি জিনিসপত্র ঝুলিতে ভরে নিমেষের মধ্যে হাওয়া। কোনও হুমকি নয়, কোনও আগ্নেয়াস্ত্র নয়। পুরোপুরি শান্তি বজায় রেখে এমন ডাকাতির ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ঘটনাটি ক্যালিফোর্নিয়ার ওয়ালনাট ক্রিক শহরের। ব্রডওয়ে প্লাজার একটি ঝাঁ চকচকে অ্যাপলের স্টোরে ডাকাতির ঘটনাটি ঘটে শনিবার। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা দিয়েছে গোটা ঘটনাটাই। দোকানের কর্মচারী থেকে ভিড় জমানো ক্রেতা, অনেকেই বলেছেন তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি কী ঘটছে দোকানে। ভিডিও দেখে তাজ্জব হয়েছে ওয়ালনাট ক্রিক পুলিশও।
অ্যাপল স্টোরের কর্তৃপক্ষেরা জানিয়েছেন হিসাব করে দেখা গিয়েছে প্রায় ৩০, ০০০ ডলারের (ভারতীয় টাকায় প্রায় ২১ লক্ষ) জিনিস খোয়া গিয়েছে দোকান থেকে।
ভিডিওতে দেখা গিয়েছে, স্টোরের ভিতর আচমকাই ঢুকে পড়ে কয়েকজন যুবক। প্রত্যেকের মুখেই কালো মাস্ক। ঝড়ের গতিতে তারা স্টোরে ঢোকে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। কারওর হাতেই দেখা যায়নি কোনও আগ্নেয়াস্ত্র। এমনকি ডাকাতির সময় হুমকি দিতেও শোনা যায়নি তাদের।
ক্রেতা ও দোকানের কর্মচারীদের তৎপরতার প্রশংসা করেছেন পুলিশ আধিকারিক টম ক্যাসিয়ন। তিনি জানিয়েছেন, ক্রেতা ও কর্মচারীদের কয়েকজন খুব কাছ থেকে ভিডিও তুলেছেন গোটা ঘটনার। এই ভিডিও দেখেই ডাকাতদের সনাক্ত করার কাজ চলছে। একটি কালো মার্সিডিজ এসইউভি গাড়ি করে ডাকাতদের পালাতে দেখা গিয়েছে। সেই গাড়ির লাইসেন্স প্লেটের ছবি দেখে গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ।
Be the first to comment