লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম ৷ রবিবার আরও বেড়েছে জ্বালানির দাম ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোল দাম বেড়ে হয়েছে ৭৮.৮৪ পয়সা ৷ অন্যদিকে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৬.২৫ টাকা ৷ ডিজেলের দাম ৭৫.১২ টাকা ৷ সাম্প্রতিক কালে মুম্বইয়ে এটি সর্বোচ্চ পেট্রোল ডিজেলের দাম ৷ অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বাড়তে পারে জ্বালানির দাম ৷
এমন পরিস্থিতিতে সকলেই তাকিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে দাম বাড়ার জন্য মার্কিন নীতিকেই সরাসরি দায়ী করা হচ্ছে । কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আমেরিকার ‘আইসোলেটেড’ নীতির জন্য আন্তর্জাতিক বাজারে বাড়ছে অসংশোধিত জ্বালানির দাম। মার্কিন নীতির কারণে কমছে টাকার দাম। আর এই সবের জন্যই বাড়ছে পেট্রোলিয়াম পন্যের দাম। আপাতত আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে ‘অচ্ছে দিন’-এর অপেক্ষা করা ছাড়া যে আর কোনও উপায়ই নেই ৷ তাও এক রকম স্পষ্ট করে দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।
ভর্তুকি-হীন রান্নার গ্যাসের দামও বেড়েছে মুম্বইয়ে ৷ একটি ভর্তুকি-হীন সিলিন্ডার গ্যাসের দাম ৭৯৫ টাকা ৷ অন্যদিকে, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৮.৮৪ টাকা ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮১.৯২ টাকা ৷ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮১.৭৬ টাকা ৷ এছাড়া দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৭০.৭৬ টাকা ৷ যা শনিবারের থেকে ৩৪ পয়সা বেড়েছে ৷ মুম্বইয়ে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৭৫.১২ টাকা ৷ কলকাতায় ৭৩.৬১ টাকা ৷ চেন্নাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৭৪.৭৭ টাকা ৷ তবে, সমস্ত মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতেই একটু সস্তা পেট্রোল ডিজেলের দাম ৷ ভ্যাট কম হওয়ার জেরেই দিল্লিতে পেট্রোল ডিজেলের দাম বেশ কিছুটা কম ৷ অন্যদিকে, মুম্বইয়ে পেট্রোলের উপর ভ্যাটের পরিমাণ প্রায় ৩৯.১২ শতাংশ ৷ দিল্লিতে পেট্রোলের উপর ২৭ শতাংশ ভ্যাট এবং ডিজেলের উপর ১৭.২৪ শতাংশ ভ্যাট প্রযোজ্য করার জেরে দিল্লিতে পেট্রোল ডিজেলের পরিমাণ বেশ কিছুটা কম ৷
Be the first to comment