মাছ বা সবজি বেশ কিছুদিনের বাসি ! কিন্তু তাও তাকে টাটকা বলে চালানোর জন্য হরেক কিসিমের কৌশল ব্যবহার করেন বিক্রেতারা । যেদিন ভাগ্য ভাল সেদিন জিতে যান দোকানি ! ভাগ্য মন্দা হলে, খদ্দেরের জয় ! কিন্তু যত যাই হোক, সেই আদিঅন্তকাল ধরে লোক ঠকানোর এই কারবার চলেই আসছে!
কিন্তু সম্প্রতি বাসি মাছকে টাটকা বলে চালানোর এমন এক অভিনব কায়দা আবিষ্কার করলেন এক বিক্রেতা যাতে তাঁর সৃজনীশক্তির তারিফ না করলেই নয়!
ঘটনাটি ঘটেছে কুয়েতে। এক মৎস্য ব্যবসায়ী তাঁর গুদামের বাসি মাছকে ‘টাটকা’ করতে মাছগুলিতে নকল চোখ মানে ‘গুগলি আই’ লাগান। বোঝার উপায় ছিল না মাছগুলো পচা ! ক্রেতারা দিব্য বোকা বনে গিয়ে দেদার মাছ কিনে চলেছিলেন। কিন্তু একজন ক্রেতার সন্দেহ হয়। তিনি মাছের চোখ ধরে টানতেই বেরিয়ে আসে নকল চোখ। বাকি ক্রেতাদের মুখে তখন রা-টিও কাটছে না! এরপর, পুলিশে খবর দেন ক্রেতারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে বিক্রেতাকে পাকড়াও করেন । তাঁর দোকানও ‘সিল’ করে দেওয়া হয়।
Be the first to comment