পাঁচ মানবাধিকার কর্মীকে গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক করায় মহারাষ্ট্র পুলিশকে ভর্ৎসনা করল বোম্বাই হাইকোর্ট। কোর্ট বলেছে, বিষয়টি বিচারাধীন। গত ৩১ আগস্ট মহারাষ্ট্র পুলিশ সাংবাদিকদের জানায়, ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে, এমন পাকা প্রমাণ তাদের হাতে আছে। একটি চিঠি দেখিয়ে পুলিশ দাবি করে, রাজীব গান্ধির হত্যার মতো মোদি রাজ খতম করতে তাঁরা পরিকল্পনা করেছিলেন। ২৮ আগস্ট একসঙ্গে হানা দিয়ে পুনের পুলিশ ভারভারা রাও, ভের্নন গনসালভেজ, অরুণ ফেরেরা, সুধা ভরদ্বাজ এবং গৌতম নওলাখাকে হায়দরাবাদ, মুম্বই, এবং দিল্লি থেকে গ্রেফতার করে। ভীমা-কোরেগাঁওয়ের সংঘর্ষর ঘটনার মামলার সূত্রে তাঁদের ধরা হয়েছে বলে পুলিশের দাবি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, তাঁদের জেলে নয়, গৃহবন্দি করে রাখতে হবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে, প্রকাশ্যে থাকা মাওবাদীদের ধরতে একযোগে হানা দিয়েছে সিআরপি। তাদের ডিজি আর আর ভাটনাগর জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে পুলিশের সহয়োগিতায় তাদের অপারেশন চলছে। শুধু ছত্তিশগড় থেকেই ৫০০ নকশালকে ধরা হয়েছে।
Be the first to comment