ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বোলেরো গাড়ি। মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। তার মধ্যে রয়েছে দু’টি শিশু। এখনও খোঁজ মিলছে আরও একটি শিশুর। গুরুতর জখম প্রায় ১৪ জন। আহতদের চিকিৎসা চলছে মাথাভাঙ্গা হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতের দিকে একটি বোলেরো গাড়িতে করে জনা ২০ জন বিহারের পথ ধরেন। তাঁরা প্রত্যেকেই যাচ্ছিলেন ইটভাটার কাজের জন্য। মাথাভাঙ্গা-শিলিগুড়ি রাজ্য সড়কের জামালদা এলাকার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সড়কের উপর দাঁড়ানো একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে।
এলাকার বাসিন্দাদের কথায়, গাড়িটি ট্রাকে ধাক্কা মারার পর উল্টে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। গুরুতর জখম অবস্থায় বাকিদের উদ্ধার করে নিয়ে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনায় মৃত ছ’জনের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলেরই বাড়ি আলিপুরদুয়ার জেলার শামুখতলা এলাকায়। দুর্ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না গাড়িতে থাকা আরও একটি শিশুর। নয়ানজুলিতে গাড়ি উল্টে যাওয়ার পর সেখানেই জলে শিশুটি ডুবে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
Be the first to comment