বেশ কয়েকমাস জেলের বাইরে কাটিয়ে আবার জেলে ফিরেছেন লালুপ্রসাদ যাদব

Ranchi: RJD Supremo Lalu Prasad Yadav arrives to appear before CBI Court in a case related to Fodder scam in Ranchi on Friday. PTI Photo(PTI7_7_2017_000057B)
Spread the love
বেশ কয়েকমাস জেলের বাইরে কাটিয়ে আবার জেলে ফিরেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। আপাতত তাঁর ঠিকানা রাঁচির জেল হাসপাতাল। কিন্তু সেখানে শান্তিতে নেই প্রাক্তন রেলমন্ত্রী। কুকুরের চিৎকার আর মশার উৎপাতে হয়রান হয়ে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করার আবেদন জানালেন পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত এই নেতা।
 ঝাড়খণ্ড হাই কোর্টের অনুমতিতে চিকিৎসার জন্য জেলের বাইরে ছিলেন লালু। এমনিতেই তিনি হার্টের পেশেন্ট। তার উপর যোগ হয়েছে কিডনির সমস্যাও। মাঝে কয়েকদিন ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালেও। এরপর গত ৩০ অগস্ট সিবিআই-এর কাছে আত্মসমর্পণ করেন লালু। তাঁকে নিয়ে যাওয়া হয় রাঁচির জেল হাসপাতালে। কিন্তু যেখানে তাঁকে রাখা হয়েছে সেই জায়গার পরিবেশ নিয়ে বিরক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাথরুমের দুর্গন্ধে টিকতে পারছেন না সেখানে। পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর বলেও জানিয়েছেন তিনি। উপরি পাওনা মশার উৎপাত আর কুকুরের চিৎকার। নাকাল লালু আবেদন জানিয়েছেন তাঁকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হোক।
আরজেডি-র এক বিধায়ক জানিয়েছেন, “লালুজিকে যেখানে রাখা হয়েছে তার পাশেই বাথরুম। আর মেলা কুকুরের বাস। ভাল করে খেতে-ঘুমোতে পারছেন না তিনি। তাই আবেদন করা হয়েছে ওয়ার্ড বদল করার।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*