সন্তানহীন দম্পতিদের কাছে সদোজাতদের বিক্রি করত একটি চক্র। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দিল্লি থেকে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু বিক্রির ক্ষেত্রে যারা ক্যুরিয়ার হিসেবে কাজ করত তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বাকি জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে পুলিশের অনুমান এই চক্রের মাথা সম্ভবত এক মহিলা। যাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। অগস্ট মাসে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের নজরে আসে এই চক্র। তখন সন্তানহীন সম্পতি সেজে ওই চক্রের সঙ্গে যোগাযোগ করেন দুই পুলিশকর্মী। এরপর শিশু ডেলিভারি দেওয়ার সময়ে গ্রেফতার করা হয় একজনকে।
এখনও পর্যন্ত চারটি শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান সম্ভবত বিভিন্ন হসপিটাল থেকেই বাচ্চাগুলিকে চুরি করা হতো। কিন্তু অদ্ভুত ভাবেই বাচ্চা চুরির কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। কোনওভাবে এই চক্রের সঙ্গে অপহৃত বাচ্চাদের মা-বাবাও জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তাদের অনুমান টাকার লোভ দেখিয়ে হসপিটাল বা বিভিন্ন ক্লিনিকের কর্মীদেরও এই কাজে যুক্ত করত ওই চক্র।
Be the first to comment