মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত তিনি। চান রাজ্যের কেউ যেন অভুক্ত না থাকে। আর তার জন্যই মাত্র ১০ টাকায় পেট ভরে খাবার চালু করেছেন এক যুবক। প্রকল্পের নাম দিয়েছেন ‘যোগী থালি’।
উত্তরপ্রদেশের আতরসূর্য এলাকার বাসিন্দা দিলীপ সিং। এলাকায় ‘কাকে’ নামেই পরিচিত তিনি। রাজনৈতিকভাবে তিনি এতদিন ছিলেন রাজ্যের বিরোধী শিবিরে। কিন্তু রাজ্যে যতই শাসক-বিরোধী চাপানউতোর চলুক না কেন, মুখ্যমন্ত্রীর কাজে তিনি মুগ্ধ। আর তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁর এই প্রকল্প চালু করা।
দিলীপের বক্তব্য, ‘ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নতির কথা ভাবেন। রাজ্যের একটা মানুষও যাতে অভুক্ত না থাকেন, তার কথা বলেন। সেই ভাবনা থেকেই আমার এই প্রকল্পের সূচনা। ১০ টাকাতে পেট ভরে খাবার পাবেন সবাই। মুখ্যমন্ত্রী রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন৷ তাঁর কাজে অনুপ্রানিত হয়েই তাই প্রকল্পের নামকরণ যোগী থালি৷’
সোমবার সন্ধায় ‘যোগী থালি’ প্রকল্পের সূচনা করেন এলাহাবাদের মেয়র অভিলাশ গুপ্তা৷ এই ধরণের উদ্যোগের ফলে শহরের দুঃস্থ, গরীব ও মেহনতি মানুষের উপকার হবে, বলে জানান মেয়র৷ শহরের বুকে একাধিক এই ধরণের উদ্যোগে মানুষের উপকার হবে বলে মনে করেন মেয়র অভিলাশ গুপ্তা৷
প্রকল্পের উদ্বোধন হতেই দেখা গেল ‘যোগী থালি’ খেতে লাইন দিয়েছেন গরিব, দুঃস্থরা। চেটেপুটে খাচ্ছেন সেই খাবার। আপাতত দিনে দু’বার শহরের আতরসূর্য এলাকা থেকে পাওয়া যাবে নিরামিশ ‘যোগী থালি’৷ পরে এলাহাবাদের অন্যান্য অঞ্চলেও মিলবে কম মূল্যের এই পেট ভরা খাবার৷, জানিয়েছেন দিলীপ।
Be the first to comment