কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে গ্রেফতার করলো সিবিআই, পাকড়াও এনসিবির এক অফিসারও

Spread the love
নারকোটিকস অফিসার নাকি ক্রিমিনাল! আর হাই কোর্টের উকিল নাকি তোলাবাজ! অভিযোগ, ব্ল্যাকমেল করে টাকা হাতাতেন কলকাতা শহরের বিভিন্ন লোকের থেকে। না দিতে চাইলেই হুমকি, ‘ফাঁসিয়ে দেব।’ তার ভিত্তিতেই সিবিআই-এর দুর্নীতি দমন শাখা গ্রেফতার করল কলকাতা হাই কোর্টের এক আইনজীবীকে। তার নাম দানিশ হক বলে জানা গিয়েছে। সঙ্গে পাকড়াও করা হয়েছে অমরেন্দ্র কুমার নামের এক এনসিবি (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) অফিসারকে।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক যুবক সম্প্রতি দ্বারস্থ হন গোয়েন্দাদের। তাঁর অভিযোগ, দানিশ এবং ওই অফিসার তাঁকে দু’লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। না দিলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই যুবক। এরপরই জাল পাতে সিবিআই।
একটি সূত্রের খবর অনুযায়ী, অভিযোগকারী যুবককেই গয়েন্দারা পরামর্শ দেন, পঞ্চাশ হাজার টাকায় রাজি হতে। পুরো পরিকল্পনা করে টোপ হিসেবে পঞ্চাশ হাজার টাকায় রাজি হয়ে যান ওই যুবক। রাজি হয়ে যান ক্রাইম ব্যুরো অফিসার এবং উকিলও। ডিল ডান। ঠিক জায়গা, সময়। ওঁত পেতে থাকেন গোয়েন্দারাও। জায়গায় পৌঁছতেই টোপ গেলে ওই দুই ব্যাক্তি। আর জালে তুলে নেয় সিবিআই।
 শহরে পুলিশ বা গোয়েন্দা পরিচয় দিয়ে সাধারণের থেকে টাকা হাতানোর ঘটনা নতুন নয়। কিন্তু এ বার সত্যিকারের অপরাধ দমনের সরকারি আধিকারিকই তোলাবাজিতে নাম লেখালেন। সঙ্গে আবার আইনজীবী। ধৃত আইনজীবী দানিশ হাই কোর্ট পাড়ায় পরিচিত নাম। নারদা মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা তথা খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদের হয়েও সওয়াল করতে দেখা গিয়েছিল। আপাতত দু’জনকেই জেরা করা হবে জানা গিয়েছে কেন্দ্রীয় গয়েন্দা সংস্থা সূত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*