বঙ্গোপসাগরের উত্তরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার সঙ্গে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। শেষ বর্ষার জোড়া ফলায় মঙ্গলবার তুমুল বৃষ্টির কবলে পড়ল কলকাতা ও শহরতলি। সেই সঙ্গে ছিল ঘন ঘন বজ্রপাত।
শহরের নানা অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হয় বেলা ১২ তা নাগাদ। খুব শীঘ্র ই এম বাইপাস, পার্ক সার্কাস, এম জি রোড, এ জে সি বোস রোড, মুক্তারামবাবু স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও অন্যান্য অঞ্চলে জল জমে যায়। দীর্ঘ যানজট দেখা যায় শিয়ালদহ, পার্ক সার্কাস, সায়েন্স সিটি, মহাত্মা গান্ধী রোড, ব্র্যাবোর্ন রোড ও অন্যান্য অঞ্চলে।
হাওড়া শহরেও মুষলধারে বৃষ্টি শুরু হয় বেলা দেড়টা নাগাদ। শিবপুর থেকে মধ্য হাওড়া হয়ে সালকিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। এমনকী জল দাঁড়িয়ে যায় নবান্নের আশপাশেও।
Be the first to comment