আচমকাই ভেঙে পড়লো মাঝেরহাট সেতুর একাংশ, মৃত কমপক্ষে ৫

Spread the love
মঙ্গলবার দুপুরের ব্যস্ত সময়ে ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ মাঝেরহাট ব্রিজের একাংশ। অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর প্রাথমিক ভাবে পাওয়া গেছে।
সূত্রের খবর, বেশ কয়েকটি গাড়ি ব্রিজের উপর আটকে রয়েছে। তারাতলা থেকে মোমিনপুর পর্যন্ত সংযোগকারী এই ব্রিজের নীচে চাপা পড়ে রয়েছে বেশ কিছু মিনিবাস, বাইক এবং গাড়িও। ব্যস্ত এলাকায় ব্রিজের একাংশ ভেঙে পড়ায় ব্রিজের নীচেও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা ব্যক্তিদের সিএমআরআই ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ৬ জন গুরুতর আহত। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২ জন। মেট্রোর কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটায় ধ্বংসস্তূপের তলায় কিছু কর্মীদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলাকারী দল ও দমকল বাহিনী। পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। উপস্থিত রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভন চট্টোপাধ্যায়, সুরজিত কর পুরকায়স্থ, সুজন চক্রবর্তী সহ অনেকেই। ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীও।

দেখুন ছবি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*