অটোয় চড়ার থেকে প্লেনে চড়া অনেক সস্তার, দাবি কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার

Spread the love
প্লেনে উড়তে প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র ৪ টাকা ! যা কিনা অটো ভাড়া থেকেও সস্তা ৷ এমনই দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা ৷ নিজের দফতরের বিষয়ে বলতে গিয়েই এই বক্তব পেশ করেন তিনি ৷ তাঁর বক্তব্য অটোয় প্রতি কিলোমিটারের ভাড়া ৫টাকা ৷ আর তিনি হিসেব কষে বলছেন প্লেনে ভাড়া প্রতি কিলোমিটারে ৪ টাকা ! তাই প্লেনই সস্তা !
এদেশে বিমান পরিষেবা চূড়ান্ত ক্ষতির মুখে পড়েছে ৷  CAPA India-র এক সমীক্ষায় উঠে এসে এমনই তথ্য ৷ আশঙ্কা করা হচ্ছে চলতি অর্থবর্ষে প্রায় ১৩৫ কোটির ক্ষতি হতে চলেছে এয়ার ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের ৷ খরচ বাড়লেও ইন্ডিগো ছাড়া দেশের অন্য কোন বিমান সংস্থা টিকিটর দাম বাড়ায়নি ৷ সেই কারণেই এই ক্ষতি ৷ এই বিষয়ে বোঝাতে গিয়েই অটো ও ফ্লাইটের দামের তুলনা টানেন মন্ত্রী ৷ তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রীর এমন বক্তব্যে অনেকেই অবাক হয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*