মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। ফলে সেতুর তলা দিয়ে যাওয়া শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
মাঝেরহাট সেতুর নীচ দিয়েই গিয়েছে শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন লাইন। সেতু ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে এই ট্রেন লাইন। ফলে বালিগঞ্জ, লেক গার্ডেন্স, টালিগঞ্জ ও নিউ আলিপুরে আটকে রয়েছে বজবজগামী বেশ কিছু ট্রেন। এমনকী মাঝেরহাট ব্রিজের কাছেই আটকে পড়েছে একটি ট্রেন।
উল্টোদিকে বজবজ থেকে শিয়ালদহ গামী বেশ কিছু ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে। শিয়ালদহ-বজবজ শাখার বিভিন্ন স্টেশনে রেলের তরফে ঘোষণা করা হচ্ছে, এই মুহূর্তে বন্ধ থাকবে বজবজ শাখার ট্রেন চলাচল। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা, দমকল কর্মীরা নিরলস চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজের ভেঙে পড়া অংশ সরিয়ে ফেলতে। কারণ যতক্ষণ না ব্রিজের ভেঙে পড়া অংশ সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে, ততক্ষণ ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে না।
এর ফলে সমস্যায় পড়েছেন বজবজ, নুঙ্গি প্রভৃতি এলাকা থেকে আসা মানুষেরা। শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করছেন তাঁরা। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, প্রতিদিন তাঁরা কলকাতায় যাতায়াত করে থাকেন। তাঁদের কলকাতায় থাকার কোনও যায়গা নেই। তাই ট্রেন পরিষেবা চালু না হলে কোথায় তাঁরা থাকবেন সেই নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা। ব্রিজ ভেঙে পড়ার ফলে তো লাইনের ইলেক্ট্রিকের তারও ক্ষতিগ্রস্ত হবে। সবকিছু পুরোপুরি কবে আবার ঠিক করে তোলা সম্ভব হবে, সেই নিয়েই চিন্তায় আছেন তাঁরা। কারণ ততদিন বন্ধ থাকবে ট্রেন পরিষেবা।
শিয়ালদহ ও বজবজের মধ্যে যাতায়াতের সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। আর তাই ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে হাজার হাজার নিত্যযাত্রী।
Be the first to comment