মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা দু্র্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডায়মন্ডহার রোডের উপর চার দশকের পুরনো এই উড়ালপুল ভেঙে পড়ে এ দিন বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ।
ঘটনার খবর পেয়ে দেড় ঘণ্টা বাদে টুইট করে তাঁর প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কলকাতায় একটি ব্রিজের একাংশ ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। প্রার্থনা করি, যাঁরা আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
প্রধানমন্ত্রী টুইট করার আগেই এ দিন ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। গোটা জায়গাটা তিনি ঘুরে দেখেন। পুলিশ কমিশনার সহ উদ্ধারকারীদের সঙ্গেও কথা বলেন তিনি।
যদিও রাজ্যপালের এই অতিসক্রিয়তা নিয়ে প্রশ্নও উঠেছে। অনেকের বক্তব্য, রাজ্যপাল সেখানে না গেলেই পারতেন। কারণ, তিনি সেখানে পৌঁছতেই তাঁর নিরাপত্তার জন্য এলাকা ঘিরে ফেলে পুলিশ। কলকাতা পুলিশ কর্তাদের অনেকেই ব্যস্ত হয়ে পড়েন তাঁকে গোটা ঘটনার পূর্বাপর ব্যাখ্যা করতে।
Be the first to comment