হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, প্রবল যানজটে থমকালো দক্ষিণ কলকাতা

Spread the love
 হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। সেই সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল বেহালা। প্রবল যানজটে থমকাল দক্ষিণ কলকাতা।
বিকল্প পথের কথা বিগত কয়েক দশকে ভাবা হয়নি। কাজেই মাঝেরহাট সেতু ভেঙে পড়ায় বেহালার মতো ঘনবসতিপূর্ণ এলাকার সঙ্গে খাস কলকাতার মূল যোগসূত্রটুকুও বিচ্ছিন্ন হয়ে গেল। ভোগান্তির শুরু হয়ে যায় মঙ্গলবার সন্ধে থেকেই। বাস, অটো, ট্যাক্সির পাশাপাশি মাঝেরহাট শাখায় ট্রেন চলাচলও থমকে যায়। চাপ বাড়ে অন্য রাস্তাগুলিতে। ভিড় উপচে পড়ে মেট্রোতে।
কলকাতা পুলিশ জানিয়েছে, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার কারণে বেহালামুখী বা বেহালা থেকে কলকাতার দিকে আসতে সমস্ত গাড়িকেই ঘুরপথে আসতে হবে। ট্রাফিক সূত্রে খবর, ডায়মন্ড হারবার রোড ধরে হেস্টিংসের দিকে আসা বাস বা গাড়িগুলিকে ঘুরিয়ে খিদিরপুর ক্রসিং হয়ে গার্ডেনরিচ রোড, হাইড রোড দিয়ে তারাতলা এবং বেহালার দিকে পাঠানো হবে। তারাতলা ও বেহালার যানবাহনকেও যেতে হবে ওই একই পথে। আলিপুর রোড ধরে আসা সমস্ত গাড়িকে জাজেস কোর্ট রোড বা স্ট্যানডেল রোড হয়ে, ডায়মন্ড হারবার রোড দিয়ে গার্ডেনরিচ ফ্লাইওভারের উপর তুলে দেওয়া হবে।
একই রকম ভাবে, দক্ষিণ কলকাতা থেকে যাওয়া গা়ড়িগুলির একাংশ টালিগঞ্জ ও করুণাময়ী সেতু হয়ে হরিদেবপুর দিয়ে বেহালার দিকে যাবে। জেমস লং সরণি এবং রায়বাহাদুর রোড দিয়েও বেহালার দিকে যাওয়া যাবে।
সেতু ভাঙার পর গতকাল সন্ধে থেকেই অ্যাপ ক্যাবগুলির ভাড়াও বাড়ে চড়চড়িয়ে। মেট্রোর ভিড়ে চরম দুর্বিপাকে পড়তে হয় অফিস ফেরত যাত্রীদের। বেহালায় যাতায়াতের একটা বড় অংশ অটো নির্ভর। যাদবপুর থানা, বালিগঞ্জ, রাসবিহারী, গড়িয়াহাট, টালিগঞ্জ ফাঁড়ি হয়ে যে সব অটো তারাতলা হয়ে বেহালা যায় সেগুলি বন্ধ করে দেওয়া হয়। এমনকি তারাতলা রুটেও অটো চলাচল বন্ধ হয়ে যায়। যানযটের চরম হয়রানি যে কী হতে পারে সেটা বিকেলের পর থেকেই টের পেয়েছেন শহরের মানুষজন। অনেক যাত্রী বলেছেন, ঘুরপথে যাওয়ার জন্য মাঝরাস্তাতেই বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এক কলেজ ছাত্রীর কথায়, বাদুরঝোলা বাসে উঠতে না পেরে ধর্মতলা থেকে বেহালা যেতে ক্যাব বুক করেছিলেন। তাতে ভাড় চাওয়া হয় প্রায় দ্বিগুণ। উপায় না দেখে হেঁটেই বেহালা ফিরতে হয় তাঁকে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধে ৬টা থেকে রাত  ১১টা পর্যন্ত গার্ডেনরিচ রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, প্রিন্স আনওয়াল শাহ রোড, এনএসসি বোস রোড, আলিপুর রোড, ডায়মন্ড হারবার রোডে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। গার্ডেনরিচ রোড থেকে ডায়মন্ড হারবার রোড এবং জাজেস কোর্ট রোডে ট্রাম চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিবহণ দফতর তারাতলা-টালিগঞ্জ মেট্রো এবং বেহালা চৌরাস্তা থেকে আটটি রুটে অতিরিক্ত বাস চালানোর ব্যবস্থা করে। তবে তাতেও ভোগান্তি কমেনি।
পরিস্থিতি সামাল দিতে আজ, বুধবার কযেকটি রুটে অতিরিক্ত বাস চালাবার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*