চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন আগেই। এবার ২২ বছরের পুরানো মামলায় সিবিআই আটক করল প্রাক্তন পুলিশকর্তা সঞ্জীব ভাটকে।
২০০২ সালে গুজরাটে দাঙ্গার জন্য সরাসরি মোদীর দিকে আঙ্গুল তুলেছিলেন সঞ্জীব ভাট। তিনি সুপ্রিম কোর্টে বলেন, দাঙ্গার সময় মোদী পুলিশকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, হিন্দুদের যেন বাধা না দেওয়া হয়। যদিও কোর্টে অভিযোগ প্রমাণ হয়নি। কাউকে না জানিয়ে দীর্ঘদিন অফিসে না আসার জন্য তাঁকে বরখাস্ত করা হয় ২০১৫ সালে।
১৯৯৬ সালে সঞ্জীব ভাটের নেতৃত্বে গুজরাটের বানসকান্থা জেলার পুলিশ সুমেরসিং রাজপুরোহিত নামে এক অ্যাডভোকেটকে গ্রেফতার করে। অভিযোগ, তাঁর ঘর থেকে এক কেজি মাদক পাওয়া গিয়েছিল। সুমেরসিং রাজস্থানের বাসিন্দা। রাজস্থান পুলিশ এই অভিযোগের তদন্তে নেমে জানতে পারে, সুমেরসিংকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বানসকান্থা পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত জুন মাসে গুজরাট হাইকোর্ট এই মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়। সিবিআই সঞ্জীব ভাটকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পরে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।
Be the first to comment