নির্মীয়মাণ ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েনি ৷ বরং দীর্ঘ দিন রক্ষণাবেক্ষণের অভাবেই এত বড় বিপর্যয় বলে দাবি করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷
বুধবার সকালেই মাঝেরহাটের দুর্ঘটনাস্থলে যান রাজ্য বিজেপি নেত্রী৷ কথা বলেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে ৷ মাঝেরহাট ব্রিজের পাশেই তৈরি হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের পিলার৷ ব্রিজ ভেঙে পড়ার জন্য মেট্রো প্রকল্পের ভাইব্রেশনকেই দায়ি করেছেন রাজ্য সরকার৷ এই অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলে দাবি করেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷
তাঁর ব্যাখ্যা, ‘‘ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ পিলারে কোনও চির নেই৷ যদি মেট্রোর কাজের জন্যই দুর্ঘটনা ঘটে তাহলে মাঝেরহাট ব্রিজের পাশে মেট্রোর পিলারগুলিরও ক্ষতি হওয়ার কথা৷’’ তাঁর দাবি, ‘‘দীর্ঘ দিন সংস্কারের অভাবে ব্রিজের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল৷ তার জেরেই মঙ্গলবারের দুর্ঘটনা৷’’
দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ‘উন্নয়ন’ নিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেত্রী৷ তিনি বলেন, ‘‘নীল সাদা রঙ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে৷ সেতুর নীল-সাদা রং দেখে কেউ বুঝতেই পারছে না ভেতরের অবস্থা কী। প্রতিদিন বড় বড় লরি প্রচুর মাল নিয়ে এই ব্রিজ পারাপার করে। তাই এই গুরুত্বপূর্ণ ব্রিজের রক্ষণাবেক্ষণে সরকারের আরও বেশি যত্ন নেওয়া উচিত ছিল। এই ফাঁপা সংস্কারে মানুষের ক্ষতি হচ্ছে৷’’ তাঁর অভিযোগ, মুখে মুখ্যমন্ত্রী মানুষের কথা বলেন৷ কিন্তু বাস্তবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তিত নন মমতা৷ শহরের বুকে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনা তারই প্রমাণ৷’’
বিজেপি সাংসদ মনে করেন মাঝেরহাট দুর্ঘটনার পর দেশের সব রাজ্য সরকারেরই সেতু বা উড়ালপুলের অবস্থা খতিয়ে দেখা উচিত৷
Be the first to comment