এই ক’দিন আগেই তোলপাড় পড়ে গিয়েছিল শহর কলকাতায়। এটিএমে স্কিমার লাগিয়ে জালিয়াতির নতুন স্কিমে রাতের ঘুম ছুটে গিয়েছিল পুলিশের। তারপর কসবা থেকে গোলপার্ক একটার পর একটা জায়গায় লুটেরাদের হদিশ মেলে। সেই এটিএম জালিয়াতির পর এ বার পুলিশ পাকড়াও করল এক পেটিএম জালিয়াতকে।
মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়ির নিরঞ্জনপাঠ এলাকা থেকে এক কলেজ পড়ুয়াকে গ্রেফিতার করে কলকাতাপুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। গত জুন মাসে কলকাতার মুন্সিপাড়া লেনের বাসিন্দা সুধীন কুমার ঢালি মানিকতলা থানায় অভিযোগ করেন দু’দফায় তাঁর পেটিএম অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার ৫০০ টাকা খোয়া গিয়েছে। এরপরই বিষয়টি নজরে আসে সাইবার ক্রাইম সেলের। তদন্ত করে পুলিশ বুঝতে পারে, অভিযোগকারীর পেটিএম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এবং তা করা হয়েছে সুদূর উত্তরবাংলায় বসে।
যে আধার কার্ড নম্বর থেকে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল সেটি ধূপগুড়ির বাসিন্দা অনিলা রায় নামের এক মহিলার। তাঁর কাছে পৌঁছে পুলিশ জানতে পারে, একটি মোবাইলের দোকানের কর্মচারী ফ্রি-তে সিম দেওয়ার নামে তাঁর আধার কার্ড হাতিয়ে নেয়। যেহেতু ওই লিঙ্ক দিয়েই মানিকতলার বাসিন্দার পেটিএম অ্যাকাউন্ট হ্যাক করা হয় তাই সন্তর্পণে মোবাইলের দোকানের কর্মচারী, কলেজ পরুয়াকে পাকড়াও করে পুলিশ। ধৃত কোচবিহার এর এ বি এন শীল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের পারিবারিক আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ বলে জানা গিয়েছে। এ দিন ওই ছাত্রকে জলপাইগুড়ি আদালতে তলা হয়। ধৃতকে কলকাতায় এনে জেরা করবেন তদন্তকারী অফিসাররা। পুলিশ এখন বুঝতে চাইছে ওই ছাত্র একাই এই কাজ করেছে নাকি এর পিছনে আছে অন্য কোনও বড় চক্র। সমস্ত সম্ভাবনাগুলিকেই খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment