মঙ্গলবার দুপুরে জাপানের শিকোকু দ্বীপে আছড়ে পড়েছিল টাইফুন জেবি। তার পরে ঝড় অগ্রসর হয়েছিল জাপানের প্রধান দ্বীপ হোনসুর দিকে। বুধবার টাইফুনের দাপটে বিপর্যস্ত পুরো জাপান। নিহত অন্তত ১১ জন। আহত অন্তত ৬০০ । গত ২৫ বছরে এত শক্তিশালী টাইফুনের কবলে পড়েনি জাপান।
সরকার জানিয়েছে ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৭২ কিলোমিটার। জলোচ্ছ্বাস, বন্যা ও কাদার ধসের ভয়ে ১০ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। কয়েকশ ট্রেন, বিমান ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
বুধবার দুপুরে ওসাকা উপসাগরে একটি ট্যাংকার জলের স্রোতে ভেসে ব্রিজে ধাক্কা মারে। কিয়োটোয় রেলস্টেশনের প্ল্যাটফর্মের একটি অংশ ভেঙে পড়ে। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সরকার আবেদন জানিয়েছে, বিপদের সম্ভাবনা দেখলেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে চলে আসুন। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।
এর আগে ৯৩ সালে একবার জাপানে শক্তিশালী টাইফুন হানা দিয়েছিল। মারা গিয়েছিলেন ৪৮ জন।
Be the first to comment