বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে দলিত সংগঠনগুলি!

Spread the love
দলিতদের সুরক্ষায় সংশোধিত বিলেই গাফিলতির অভিযোগ৷ আর তার জেরে বৃহস্পতিবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে দলিত সংগঠনগুলি৷ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে বনধের প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা ৷
প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস বা অত্যাচার নিবারণ সংশোধন বিল নিয়েই দলিতদের আপত্তি৷ চলতি বছরের ৬ অগস্ট পার্লামেন্টে পাশ হয় এই বিল৷ যেখানে, আদিবাসী মহিলাদের উপর চলা অত্যাচার, গণধর্ষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বিলটির ১৮-এ অ্যাক্টের সংশোধন করা হয়৷ বলা হয়, মহিলাদের উপর অত্যাচারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর শাস্তি পাবে দোষীরা৷ এই সংশোধনী অত্যাচার নিবারণের জন্য যথেষ্ট নয় বলে মনে করছে দলিত সংগঠনগুলি ৷
এছাড়াও, অত্যাচার নিবারণ সংশোধনী বিলে একাধিক গাফিলতি আছে বলে অভিযোগ৷ সংশোধনী বিলের প্রতিবাদে মধ্যপ্রদেশের ভিন্ড, শিবপুরি, গোয়ালিয়র, গুনা, অশোকনগরে ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে৷ তাই, ১৪৪ ধারা জারি হয়েছে ওই অঞ্চলগুলিতে৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজেদের বার্তা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন দলিত সংগঠনগুলি৷ তবে বৃহস্পতিবার আন্দোলনকারীরা ব্যাপকহারে বনধে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে৷ সেইভাবেই তৈরি থাকছে পুলিশ-প্রশাসন ৷
এই একই দাবিতে ২ এপ্রিল বিক্ষোভ আন্দোলন মারাত্মক আকার নিয়েছিল গোয়ালিয়রে৷ সেই কারণেই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন৷ মহারাষ্ট্রেরও বেশ কয়েকটি এলাকায় আন্দোলনের তীব্রতা থাকবে বলে মনে করা হচ্ছে৷ ভারত বনধের ঘোষণার পরই ২ রাজ্যের বিজেপি নেতৃত্ব সমস্ত মিটিং মিছিল বাতিল করেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*